মঙ্গলবার, ১৮ Jun ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বেবিচক : স্বর্নসহ প্লাম্বার জসিম ধরা চাকরি ফিরে পেয়ে আউট সোর্সিং প্লাম্বার জহিরুল ও সুইপার

স্টাফ রিপোর্টার : বেবিচকের সিভিল ডিভিশন-১-এ কর্মরত প্লাম্বার জসিম সম্প্রতি শাহজালাল বিমানবন্দর ব্রোর্ডি ব্রীজ এলাকা দিয়ে ং ১ কেজির ওপরে স্বর্ন পাচার করার সময় হাতেনাতে ধরা পড়ে আইন প্রয়োগকারি সংস্থার হাতে। থানায় মামলা হয়, রিমান্ডে এনে জসিমকে জিঙাসাবাদ করা হয়। কিন্ত তদন্ত সংস্থা বিষয়টি নিয়ে তৎপর হয়নি বলে  ইনজিন ড্রাইভার হাসান সোনাসহ ধরা পড়ার পরও  পার পেয়ে যায়।
এ দিকে প্লাম্বার জসিম জামিনে এসেছে, তাকে সাসপেন্ড করা হয়েছে।্ এ দিকে তার আরো দুই সহযোগী প্লাম্বার জহিরুল ও একজন সুইপারকে চাকরিচ্যুত করা হয়্ কিন্ত ঘটনার একমাস পর আবার তাদের দুজনকে চাকরিতে যোগদান করার সুযোগ দেয়া হয়েছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।