সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
১২ ডিসেম্বর ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ : মন্ত্রিসভায় অনুমোদন

একুশে বার্তা প্রতিবেদন : ২০১৭ সালের ১২ ডিসেম্বর থেকে প্রতিবছর ১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে পালন করা হবে। ২৮ নভেম্বর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই দিবসকে অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে ১২ ডিসেম্বরকে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালনের ব্যাখ্যায় বলা হয়, ২০০৮ সালে আওয়ামীলীগ নির্বাচনের আগে ইশতেহারে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেয়। আওয়ামীলীগ ক্ষমতাসীন হওয়ার পর বাংলাদেশ প্রায় ডিজিটাল বাংলাদেশে প্রবেশ করছে। তাই প্রতিবছর ১২ ডিসেম্বর আইসিটি বা জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে পালন করা হবে। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রি পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক প্রেস বিফ্রিং-এ আগামি ১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালনের ঘোষণা করেন।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।