শনিবার, ০৪ মে ২০২৪, ১১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় চলচ্চিত্র দিবস আজ

বিনোদন ডেক্স : ষষ্ঠবারের মতো আজ পালন হবে জাতীয় চলচ্চিত্র দিবস। এই বিশেষ দিনে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) তত্ত্বাবধানে বিএফডিসিতে থাকছে নানা কর্মসূচি। বর্ণাঢ্য শোভাযাত্রা, মেলা উদ্বোধন অনুষ্ঠান, টক শো, সেমিনার, লালগালিচা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনীসহ বাংলাদেশের স্বনামধন্য তারকাদের নিয়ে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন থাকছে এবার। তবে এই আয়োজনে চলচ্চিত্রের স্বার্থ সংরক্ষণ কমিটি অংশ নিচ্ছে না। অর্থাৎ সরকারিভাবে হবে এফডিসি’র আয়োজন আর ভিন্ন আয়োজন করবে এফডিসি’র অন্য সংগঠনগুলো। আর এই ভাগ হয়ে যাওয়ার কারণ এবারের চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির প্রধান হিসেবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমামের থাকা না থাকা।

প্রথমে জানানো হয় উদযাপন কমিটির প্রধান হিসেবে থাকবেন সৈয়দ হাসান ইমাম। পরে আবার তাকে সেই পদ থেকে সরিয়ে দেয়ার অভিযোগ ওঠে। আর তখনই প্রতিবাদ করে চলচ্চিত্র সংগঠনগুলো এবং তারা এই আয়োজনে এফডিসি’র সঙ্গে না থাকার সিদ্ধান্ত নেন। তবে এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন স্পষ্ট করে বলেছেন, সৈয়দ হাসান ইমাম সাহেব তার পদেই রয়েছেন। তাকে কোথাও সরানো হয়নি। তবে গতকালও জানা যায় চলচ্চিত্রের স্বার্থ সংরক্ষণ কমিটি জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করবে আলাদাভাবে। এর মধ্যে অন্যতম হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন দেশের জনপ্রিয় সব তারকা। এছাড়া দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরাও গান পরিবেশনা করবেন। চলচ্চিত্র দিবস উদযাপনকে কেন্দ্র করে বিএফডিসিতে গত কয়েকদিন ধরেই চলছে শিল্পীদের নাচের মহড়া। এসব গানের কোরিওগ্রাফি করছেন দেশের খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল। এছাড়া রয়েছেন মাইকেল বাবু। এফডিসি’র ৯নং ফ্লোরে কয়েকদিন ধরেই চলছে নাচের মহড়া। জানা যায়, আজ সাংস্কৃতিক এই অনুষ্ঠানে রোজিনা, নিপুণ, পপি, জায়েদ খান, সাইমন সাদিক, মাহিয়া মাহি, সাইফ খান, জয় চৌধুরী, রোমানা নীড়, সানজু জন, বিপাশা কবির, আসিফ নূর, মিষ্টি জান্নাত, শিপন মিত্র, শিরিন শিলাসহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা অংশ নেবেন। উল্লেখ্য, বর্তমান সরকার ২০১২ সাল থেকে প্রতিবছরের ৩রা এপ্রিলকে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ ঘোষণাসহ চলচ্চিত্রকে ‘শিল্প’ হিসেবে ঘোষণা করেছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।