রবিবার, ০৫ মে ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
যেসব পণ্যের দাম কমছে

একুশে বার্তা ডেক্স : বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করেন।

প্রস্তাবিত বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বৈদেশিক অনুদান থেকে ৪ হাজার ৫১ কোটি পাওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১লাখ ৭৩ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেট অনুসারে বেশ কিছু পণ্যের দাম কমতে পারে। যে সব পণ্যের দাম কমতে পারে : মোটরগাড়ি, কার্বন রড, মোটরসাইকেলের উপকরণ, ওষুধশিল্পের কাঁচামাল, ক্যানসার নিরোধক ওষুধ, ওষুধশিল্পের উৎপাদনের ব্যবহৃত কাঁচামাল, পোলট্রি ফিডের প্রয়োজনীয় উপকরণ সয়াবিন ওয়েল, ফ্লাওয়ার, ফিশিং নেট, গুঁড়া দুধ প্রক্রিয়াজাতকরণ শিল্পের কাঁচামাল, মুদ্রণশিল্পের কাঁচামাল, কর্নফ্লাওয়ার, অ্যালুমিনিয়াম, বল পয়েন্ট কলমের কালি, ছবি ছাপানোর পণ্যসামগ্রী,  ফ্লাক্স ফাইবার, কৃষিজমির রেজিস্ট্রেশন ফি ও কম্পিউটারের যন্ত্রাংশ।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।