বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
অধ্যাদেশ জারির পর প্রথম রায় : টাঙ্গাইলের ছাত্রী ধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

সংবাদদাতা :  টাঙ্গাইলের ভূঞাপুরের এক মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধধর্ষণ মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবি একেএম নাসিমুল আক্তার বলেন, ২০১২ সালের জানুয়ারি মাসে ভূঞাপুরে এক নারীকে অপহরণের পর মধুপুর নিয়ে গণধর্ষণ করে দন্ডিতরা। অপহরণের পর ধর্ষণ মামলায় ঐ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি সঞ্জিত ও গোপি চন্দ্র শীল উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন।

অপরদিকে, আসামি পক্ষের আইনজীবি এডভোকেট গোলাম মোস্তফা বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন আসামিপক্ষ।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।