বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
গণপরিবহনে ভোগান্তি : স্বাস্থ্যবিধি ও আইন মানতে হবে

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গণপরিবহনের অর্ধেক সিট ফাঁকা রেখে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রথম দিনেই সড়কে নানা ভোগান্তির সৃষ্টি হয়েছে। কোনো বাসে অর্ধেক যাত্রী, কোনো বাস নির্দেশনা না মেনে সিট পূর্ণ করেই যাত্রী তুলেছে। সেই সঙ্গে বুধবার সকালে সড়কে ছিল শত শত যাত্রী। অনেকে হেঁটে কর্মস্থলে গেছেন, বাসায় ফিরেছেন। বিশেষ করে কর্মজীবী নারীদের কষ্ট হয়েছে বেশি। বিমানবন্দর সড়কে কর্মস্থলগামী যাত্রীরা কয়েকটি বাস আটকে রাস্তায় বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে বাসে আসন পাচ্ছেন না। বাস এলেও অধিকাংশের গেট বন্ধ। ফলে তারা নির্দিষ্ট সময়ে কর্মস্থলে যেতে পারছেন না। ৬০ শতাংশ বেশি ভাড়ায় মোট আসনের ৫০ শতাংশ যাত্রী পরিবহনের পাশাপাশি যেসব স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছে তার অধিকাংশই রাজধানীর বাসগুলোয় মানতে দেখা যায়নি। যাত্রীদের জন্য রাখা হয়নি হ্যান্ড স্যানিটাইজার। অনেকে আবার মাস্ক ছাড়াই বাসে উঠছেন। শারীরিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশ অগ্রাহ্য করা হচ্ছে। একদিকে জনসাধারণের পকেট কাটা হচ্ছে আরেকদিকে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়ার সরকারি নির্দেশনা কার্যকর হয়েছে বুধবার সকাল থেকে। পুরান ঢাকা, মিরপুর, উত্তরা, সাভার, গাজীপুর রুটের বাসসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী তোলা হচ্ছে। গণপরিবহনের যাত্রীর অনেককেই সরকারি নির্দেশনা মানতে দেখা যায়নি। ঢাকার বাইরে বরিশাল, খুলনা, রংপুর, রাজশাহীসহ বড় শহরগুলোয় একই অবস্থা দেখা গেছে। সড়ক পরিবহন আইনে বাড়তি ভাড়া আদায়ের দায়ে এক মাস কারাদন্ড ও সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান আছে। কর্তৃপক্ষের চোখের সামনে অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে দন্ডযোগ্য অপরাধ সংঘটিত হচ্ছে। আমাদের আশা কর্তৃপক্ষ আইন প্রয়োগ করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করবেন।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।