শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজিপুর কৃষি গবেষণা ইন্সটিটিউট : নির্বাহি প্রকৌশলীর টেন্ডার বাণিজ্য : মূল্যায়ন কমিটির সুপারিশ তোয়াক্কা না করে ৯ নং লয়েষ্ট রোজি এন্টারপ্রাইজকে কার্যাদেশ প্রদান: এডমিনিসটেটিভ ব্লিল্ডিং-এ রিপেয়ারিং কাজও ফাস্ট লয়েস্টকে কার্যাদেশ না দেয়ায় পায়তারা

স্টাফ রিপোর্টার : গাজিপুর কৃষি গবেষণা ইন্সটিটিউটে ১ কোটি ১৪ লাখ টাকার রিপেয়ারিং এন্ড মেইনটেনেন্স শীট এন্ড নেট হাউজ ভেজিটেবল ডিভিশন এইচ আরসি- ঠিকাদারি কাজে মূল্যায়ন কমিটির সুপারিশকে তোয়াক্কা না করে ফাস্ট লয়েস্টকে কার্যাদেশ না দিয়ে ৯ নম্বর লয়েষ্ট রোজি এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেয়া হয়েছে। এ ক্ষেত্রে কলকাঠি নেড়েছে নির্বাহি প্রকৌশলী ফিরোজ আহমেদ। রোজি এন্টারপ্রাইজকে আরো ১০-১৫ কোটি টাকার কার্যাদেশ দেয়া হয়েছে বলে জানা যায়।
অন্যদিকে এডমিনিসটেটিভ ব্লিল্ডিং-এ রিপেয়ারিং ৫০ লাক টাকার একটি কাজও ফাস্ট লয়েষ্টকে কার্যাদেশ না দিয়ে ৩-৪ নম্বর লয়েষ্টকে কার্যাদেশ দেয়ার পায়তারা করা হচ্ছে।
এ ব্যাপারে টেন্ডার মূল্যায়ন কমিটি প্রধান ড. ফেরদৌসি জানান , তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ডিজি দেবাশীস জানান, টেন্ডারে অনিয়ম করার সুযোগ নেই। অনিয়ম করা হলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।