শুক্রবার, ১০ মে ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ধর্মগুরু দালাইলামার সাথে দেখা করলেন ভারতের ক্রিকেট তারকা শচীন

খেলা ডেক্স : শান্তির দূত হিসেবেই পরিচিত তিব্বতের সর্বোচ্চ ধর্মগুরু দালাই লামা। বিশ্বে একজন গুরুত্বপূর্ণ মানুষও তিনি। সেই ১৯৫৯ সালে তিব্বতে বিদ্রোহের সময় থেকে এই ধর্মগুরু থাকেন ভারতে। কিন্তু কোনভাবেই তো তার কথা খেলাধুলার মধ্যে আসার কথা না। তবে এসেছে, কারণ ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার বৃহস্পতিবার দেখা করতে গিয়েছিলেন এই আধ্যাত্মিক নেতার সাথে।
দালাই লামা বর্তমানে বসবাস করেন ধর্মশালার ম্যাকলয়েড গঞ্জে। শচীন চারদিনের ব্যক্তিগত সফরে গিয়েছিলেন ধর্মশালায়। সেখানে গিয়ে দালাই লামার সাথে দেখা করার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। তাই ম্যাকলয়েড গঞ্জে দালাই লামার বাসভবনে চলে যান সাবেক এই ক্রিকেটার।

দেখা করার পর শচীন বলেছেন দালাই লামার আশীর্বাদ নিয়ে তিনি অত্যন্ত আনন্দিত। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েও কথা হয়েছে দুজনের, ‘সাক্ষাতটি ছিল দারুণ। আমি সবসময়ই এখানে আসতে চেয়েছি এবং আশীর্বাদ নিতে চেয়েছি। শুধু কিছু সময় কাটাতে এবং তার সাথে কুশল বিনিময় করতে চেয়েছিলাম। আমরা শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়িয়ে দেয়া নিয়ে কথা বলেছি।’

তবে এটাই শেষ দেখা নয়। এই সফরের শেষ দিনে শচীন আবার দেখা করবেন দালাই লামার সাথে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।