শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ভারতের ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ পেলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেক্স : ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউডের সফল অভিনেত্রীদের একজন। অভিনয় দক্ষতা ও গ্লামার দিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অ্যাশ। আর কর্মক্ষেত্রে সফলতার স্মারক হিসেবে এবার ভারতের ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ পেলেন ঐশ্বরিয়া।

২০ জানুয়ারি শনিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঐশ্বরিয়ার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, যেসব নারী কর্মক্ষেত্রে কোনো মাইলফলক তৈরি করতে পারেন তারাই রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করে থাকেন।
১১২টি ক্ষেত্র থেকে পুরস্কার প্রাপ্তদের বেছে নেওয়া হয়।

এর আগে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কানের জুরি সদস্য হন ঐশ্বরিয়া। গত ১৫ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত যান তিনি। আর এই মাইলস্টোন তৈরি করার জন্য তাকে ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

নয়া দিল্লিতে পুরস্কার গ্রহণের জন্য হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। এদিন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা ধূসর রঙের শাড়ি পড়েছিলেন ঐশ্বরিয়া। লাল টিপের সঙ্গে মানানসই সিলভার রঙের গহনাও পড়েছিলেন এই অভিনেত্রী।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।