শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রন হক সিকদার: সকালে গ্রেফতার, বিকালে জামিন : রিমান্ডের আবেদন করেনি পুলিশ

একুশে বার্তা রিপোর্ট : সিকদার গ্রুপের এমডি ১২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে নামার পর পুলিশ তাকে গ্রেফতার।  আদালত বিকালে তার জামিন মন্ঞুর করেন।রিমাণ্ড আবেদন না থাকায় আদালতে তোলা হয়নি সিকদার গ্রুপের এমডি রন সিকদারকে। ভোরের কাগজে প্রকাশিত প্রতিবেদনেও তা তুলে ধরা হয়েছে, প্রকাশিত প্রতিবেদনে বলা হয়-‘ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারের পর বিকেলে তার জামিন আবেদন করা হলে তা মঞ্জুর করেন আদালত। ’

শুক্রবার বিকেলে আদালতে নিয়ে আসা হয় রন হক শিকদারকে। তবে কোন রিমান্ড আবেদন করেনি পুলিশ। দু’পক্ষের শুনানি শেষে তাকে পাঁচ হাজার টাকার বন্ডে জামিন দেয়া হয়। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ হয়েছে ১০ মার্চ।

তার বাবা শিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার এর মৃতদেহ দেশে আসবে  এবং মানবিক কারণে তাকে জামিন দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা

এক্সিম ব্যাংকের করা হত্যাচেষ্টা মামলায় গত বছর থেকে পলাতক ছিলেন সিকদার গ্রুপের এমডি রন হক ও তার ভাই।

১২ ফেব্রুয়ারি  সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড থেকে ঢাকা নামার পরে ইমিগ্রেশন পুলিশ হেফাজত নেয় তাকে। তারপর গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। করোনাকালিন সময়ে শাহজালাল বিমানবন্দরে  সমস্ত ফ্লাইট উড্ডয়ন-অবতরণ  বন্ধ থাকার সময়  সিকাদার গ্রুপের এমডি রন হক সিকদার এবং পরিচালক দীপু হক সিকদার ২৫ মে তাদের নিজস্ব এয়ার এম্বুলেসে করে ব্যাংকক যান। এক্সিম ব্যাংক কর্তৃপক্ষের করা হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে দুইভাই বিদেশে পাড়ি জমান।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।