সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সাইবার হামলার আশংকা : বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি

বাণিজ্য ডেক্স : সম্প্রতি ভারতের ব্যাংকগুলোতে সাইবার হামলার খবর প্রকাশিত হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের ব্যাংকিং খাতেও সাইবার হামলার মাধ্যমে কোটি কোটি ডলার হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ব্যাংকগুলোকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

১৬ আগস্ট  বৃহস্পতিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকা এবং গণমাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশের ব্যাংকিং ব্যবস্থা হ্যাকিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ  অর্থ আত্মসাতের খবর প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে সাইবার অপরাধীরা পেমেন্ট সিস্টেমস হ্যাক করে দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে এ অর্থ হাতিয়ে নেয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশও এ ধরনের সাইবার সিকিউরিটি এবং হ্যাকিং সংক্রান্ত নিরাপত্তা হুমকিতে রয়েছে। তাই সম্ভাব্য সাইবার আক্রমণের ঝুঁকি মোকাবিলায় ব্যাংকের তথ্যপ্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংক সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে যেসব গাইড লাইনস দিয়েছে তা সঠিকভাবে পালন করতে হবে।’

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের সুরক্ষিত সুইফট সিস্টেম হ্যাক করে ১০ হাজার ১০ কোটি ডলার হাতিয়ে নেয় হ্যাকাররা। এ ছাড়া সোনালী ব্যাংক সিস্টেম থেকে অর্থ চুরি হয়। সিটি, ব্যাক, প্রিমিয়ারসহ বড় কয়েকটি ব্যাংকের তথ্য চুরি করে নকল কার্ড বানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।