শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিএএবি : ইএম-২-এ ২০ লাখ টাকার কাজ : ব্যাখ্যা দিলেন সাবেক এক্সইএন/ইএম-২

স্টাফ রিপোর্টার : সিএএবি: ইএম-২-এ ২০ লাখ টাকার কাজ-শিরোনামে গত ২৪ অক্টোবর একুশে বার্তার অনলাইনে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন ইএম-এর সাবেক এক্সইএন আল মামুন। তিনি গত ২৪ অক্টোবর মোবাইল ফোনে জানান, মেজারমেন্ট দেখতে হবে , যখন ভিভিআইপি রোডে এক কাজ করা হয়েছে তখন থার্ড টার্মিনালের কোন পরিকল্পনাই ছিল না। এখন থার্ড টার্মিনালের কাজ শুরু হওয়ায় ২০ লাখ টাকার কাজ মাটির সাথে মিশে গেছে। কোন চিহ্নিই নেই। আর কাজের বিলের ব্যাপারে তিনি জানান, ফান্ড ছিল না তাই এতোদিন কাজের বিল দেয়া হয়নি এখন ফান্ড এসেছে তাই এখন কাজের বিল দেয়া হচ্ছে।
সিএএবির সূত্র জানায়, ২০ লাখ টাকা খরচ করে শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি রোডে লাইটিং ফিটিংস-এর কাজ করা হয়, কাজ করে তানভীর ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান, এর মালিক নজরুল ইসলাম খুররম। একই প্রতিষ্ঠানের ইএম-২-এ দেড় কোটি টাকার ওপরে ঠিকাদারি কাজের তদন্তে নেমেছে বিমান মন্ত্রণালয়।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।