শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এপিবিএন-কাস্টমস-এনএসআই এর যৌথ অভিযান, পায়ুপথে স্বর্ণ সহ ০২ জন যাত্রী আটক, উদ্ধার ৩ কেজি স্বর্ণ

একুশে বার্তা রিপোর্ট : যাত্রী/আসামী SUMAN এবং AMIN OR RASHID দুবাই হতে ঢাকাগামী FLIGHT NO- EK 584, তারিখঃ ১৪.১০.২০২২ খ্রিঃ, আনুমানিক সময়- ২৩:২০, সিট নং- ৩৫ডি ও ৩৫জি এর মাধ্যমে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। রেকটামে স্বর্ণ আছে মর্মে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন) এর দেয়া গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা এয়ারপোর্ট সার্কেল (শিফট-এ), এবং এপিবিএন গোয়েন্দা দল আনুমানিক সময় ২৩:৩০ ঘটিকায় অভিযান করে উপর্যুক্ত যাত্রীদ্বয়কে বিমানের ভিতর সনাক্তপূর্বক আটক করে ইমিগ্রেশন করে কাস্টমস এরিয়াতে নিয়ে আসে এবং আসামীদ্বয়ের নিকট হতে ০৪ (চার) টি স্বর্ণবার ৪৬৪ গ্রাম ও ১৯৬ গ্রাম স্বর্ণালংকার ছাড়া অন্য স্বর্ণ পাওয়া যায় না। পরবর্তীতে রাত আনুমানিক ০০:৩০ (তারিখ : ১৫.১০.২০২২) ঘটিকার সময় এমিরেটস এয়ারলাইন্স প্রতিনিধি ও এভিয়েশন সিকিউরিটি (এ্যাভসেক) ও গোয়েন্দা সংস্থার তথ্য মোতাবেক কাস্টম হাউস প্রিভেন্টিভ টীম ও কাস্টমস গোয়েন্দা  এয়ারপোর্ট সার্কেল টীম, এপিবিএন ও বিমান বন্দরের অন্যান্য গোয়েন্দা সংস্থা যৌথ অভিযান করে আসামীদ্বয়ের বোর্ডিংকৃত ফ্লাইট নং EK ৫৮৪ এ বোর্ডিং পাসে উল্লিখিত সীট নম্বর ৩৫Dও ৩৫G রামেজিং করে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০ (দশ) টি ছেটি ছোট প্যাকেট পাওয়া যায়। পরবর্তীতে বিমান বন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণের এবং স্বাক্ষীদ্বয়ের উপস্থিতিতে ১০ টি প্যাকেট খুলে স্বর্ণসদৃশ পেস্ট ২৩৪০ গ্রাম বা ২.৩৪ কেজি উদ্ধার করা হয় (যেহেতু স্বর্ণসমূহ ভেজা পরবর্তীতে ওজন আরো কমে যেতে পারে)। পূর্বে যাত্রীদ্বয়ের হ্যান্ড ব্যাগ হতে ০৪ (চার)টি স্বর্ণবার ৪৬৪ গ্রাম ও ১৯৬ গ্রাম স্বর্ণালংকার সহ যাত্রীদ্বয়ের সাথে আনীত সমুদয় স্বর্ণ অর্থাৎ ৩০০০ গ্রাম বা ৩.০০ (তিন) কেজি স্বর্ণ আটক করা হয় এবং আসামীদ্বয়কে আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য সর্বমোট ২,৫০,০০,০০০/- (দুই কোটি পঞ্চাশ লক্ষ)  টাকা। উল্লেখ্য যে, আটককৃত স্বর্ণসমূহ সৃজা জুয়েলার্স, এল কে প্লাজা, ৯০ দক্ষিণখান বাজার, ঢাকা-১২৩০ এর প্রতিনিধির মাধ্যমে কষ্টি পাথরের সাহায্যে প্রাথমিক পরীক্ষা করা হয়। প্রাথমিক পরীক্ষায় আটককৃত স্বর্ণসদৃশ পেস্টকে স্বর্ণ হিসেবে প্রতিষ্ঠানটি প্রত্যয়ন প্রদান করেছেন, যা পরবর্তী আইনানুগ নিষ্পত্তির জন্য সাময়িকভাবে আটক করা হলো।

এ বিষয়ে কাস্টমস আইনে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।