শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২০ কোটিতে প্রকৌশলীর দায়মুক্তি : দুদকের কাছে কারণ জানতে চান হাইকোর্ট

নিউজ ডেক্স : দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে এর ব্যাখ্যা জানতে চেয়েছেন আদালত। দুদকের আইনজীবী খুরশিদ আলম খানকে আগামী সোমবার দুদকের পক্ষ থেকে এ বিষয়ে তথ্য আদালতকে জানাতে বলা হয়েছে।

২০ কোটিতে প্রকৌশলী আশরাফুলের দায়মুক্তি! দুর্নীতি দমনে ‘দুদক স্টাইল’ শীর্ষক শিরোনামে দৈনিক ইনকিলাবে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেন।

শুনানিতে অংশ নেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি।

গত মঙ্গলবার প্রকাশিত খবরে বলা হয়- দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে প্রকৌশলী আশরাফুল আলম ও তার স্ত্রীকে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পেছনে এ বাবদ তার খরচ হয়েছে ২০ কোটি টাকার বেশি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ হাইকোর্টের সংশ্লিষ্ট ভার্চুয়াল বেঞ্চের নজরে এসেছে। বিষয়টি সম্পর্কে আদালত দুদকের কাছে জানতে চেয়েছেন।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।