সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মেরিটঅ্যাওয়ার্ড প্রাপ্তির প্রকাশিত খবরে কমিশনার নাকোশ

২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে ঢাকা কাস্টমস হাউজ কশিনার মো. আব্দুল মান্নান শিকদার মেরিট অ্যাওয়ার্ড পাওয়ায় তাকে ফুলের শুভেচ্ছা জানান সিএন্ডএফ ব্যবসায়ীরা। এ খবর একুশ শতকের কাগজ ‘একুশে বার্তা’র অনলাইন সংস্করনে গত ২৮ জানুয়ারি ঢাকা কাস্টমস হাউজ কমিশনারকে শুভেচ্ছা এবং  গত ২৯ জানুয়ারি কমিশনারের মেরিট এ্যাওয়ার্ড প্রাপ্তি  এবং- সংবাদ দুটি প্রকাশিত হয়। কিন্ত এ প্রকাশিত খবর নিয়ে ঢাকা কাস্টমস হাউজ কমিশনার নাকি দ্বিমত পোষণ করেছেন বলে সিএন্ডএফ ব্যবসায়ী বুলবুল। ২৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে তার সেল ফোন থেকে কল করে   খবর দুটি পত্রিকার সার্ভার থেকে আউট করার অনুরোধ করেন।
কোন পুরস্কার প্রাপ্তিতে তো যে কারোই খুশি হবারই কথা। কিন্ত ঢাকা কাস্টমস কমিশনার কেন নাকোশ হলেন তা বোধগম্য নয়।আার ঢাকা কাস্টমস হাউজে রাজস্ব আদায়ে ধস- এটা সত্য ঘটনা, গত অর্থবছরেও টার্গেট ফুলফিল হয়নি। এবারও বছরের মাঝামাঝিতে টার্গেট পর্যন্ত পৌছায়নি। এর নেপথ্য কারণ হিসেবে আমদানিকৃত পণ্যের নামকাওয়াস্তে ট্যাক্স আদায় এবং ২০ ব্যবসায়ী সিন্ডিকেডকে বিশেষ সুবিধা দেয়া এবং নিজেরা ব্যক্তিগতভাবে লাভবান হওয়া।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।