রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আবারও সিএএবিতে এক প্রকৌশলীর দুই গাড়ি ব্যবহারের সংস্কৃতি চালু !

বিশেষ সংবাদদাতা : আবারও বাংলাদেশ সিভিল এভিয়েশনে এক প্রকৌশলীর দুটি গাড়ি ব্যবহারের সংস্কৃতি চালু হঢেয়ছে। আগেরবার দুটি গাড়ি ব্যবহারের সংস্কৃতির ব্যাপারে বিমান মন্ত্রণালয় সিএএবি কর্তৃক তদন্ত প্রতিবেদনের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে পুন: তদন্তের নিদের্শে দাপ্তরিক চিঠি দিলেও তা আমলে নেয়নি সিএএবি কর্তৃপক্ষ। সেই ঘটনা ছিল প্রকৌশলী মোকাব্বর আলির ব্যাপারে। কিন্ত এবার সেই দপ্তরেই অর্থাৎ সিভিল ডিভিশন-৩ পিএন্ডডিকিউএস-এ সদ্য যোগ দেয়া, চলতি দায়িত্বরত প্রকৌশলী হাবিবুর রহমান এবার সরকারের দুটি গাড়ি ব্যবহার করছেন বলে অভিযোগ ওঠেছে। গাড়ি দুটির নম্বর হচ্ছে : ঢাকা মেট্রো-ঢ-৬০২ এবং ঢাকা মেট্রো-ঘ-৭১১।
এর মধ্যে সিডি-১-এর জন্য নির্ধারিত ঢাকা মেট্রো-ঢ-৬০২ পিকআপটি দীর্ঘ দুই /আড়াই বছর সহকারি প্রকৌশলী মওদুদ ব্যবহার করতেন। তিনি সিলেট বিমানবন্দরের একটি প্রজেক্টে বদলি হয়ে যাবার পর এখন গাড়িটি তত্বাবধায়ক প্রকৌশলী সিডি-৩ ব্যবহার করছেন। পাশাপাশি সিডি-৩-এর জন্য একটি পাজেরো ঢাকা মেট্রো-ঘ-৭১১ গাড়িটিও তিনি ব্যবহার করছেন। সরকারি তেল খরচ করে একই কর্মকর্তা দুটি গাড়ি ব্যবহার করলেও সিএএবি কর্তৃপক্ষ তা দেখেও না দেখার ভান করছে বলে অনেকে জানান।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।