রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানের ৩ স্থাপনার আহবানকৃত টেন্ডারে ভুয়া সনদে অংশগ্রহণের অভিযোগ : আমলে নিচ্ছে না বিমান কর্তৃপক্ষ !

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ বিমানের ক্লিনিং কাজের তিন স্থাপনার টেন্ডারে ভুয়া অভিঙ্ঘতার সনদ দিয়ে টেন্ডারে অংশ নিয়েছে তিন ঠিকাদারি প্রতিষ্ঠান। বিমানের জিএম ( প্রকল্প ও পূর্ত বরাবর লিখিত অভিযোগ করার পরও তা আমলে নেয়া হচ্ছে না বলে জানান টেন্ডারে অংশ নেয়া এক ঠিকাদার। ওই ঠিকাদার টেন্ডারে লয়েষ্ট হলেও তার প্রতিষ্ঠানকে কার্যাদেশ না দিয়ে মেসার্স রাতুল এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়ার পায়তারা করা হচ্ছে। এ ব্যাপারে কলকাঠি নাড়ছে রাতুল এন্টারপ্রাইজের কর্নধার কাশেম। উক্ত ৩ স্থাপনায় ৭ বার টেন্ডার হলেও কার্যাদেশ না দিয়ে পছন্দের ঠিকাদারকে কার্যাদেশ দিতে বিমান কর্তৃপক্ষ তা ঝুলিয়ে রেখেছে আর ইজিপির দোহাই দিচ্ছে বলেও অভিযোগ করেন ওই ঠিকাদার। জিএম পূর্তের নির্দেশে গঠিত কমিটিও এ ব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ক্রমশ-

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।