বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালালে ৩ কেজি সোনাসহ মহিলা যাত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ জানুয়ারি  মঙ্গলবার প্রায় তিন কেজি সোনার চালান আটকের ঘটনা ঘটেছে। এসব সোনা পাচারের অভিযোগে জান্নাতুল ফেরদৌস (২৩) নামের এক নারীকে আটক করেন শুল্ক গোয়েন্দারা।

ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে আসা ইউএস বাংলার একটি ফ্লাইটে করে জান্নাতুল ফেরদৌস ৯ জানুয়ারি সকালে শাহজালাল বিমানবন্দরে আভ্যন্তরীণ  টার্মিনালে অবতরণ করেন। সিএএবির নিরাপত্তারক্ষী মুস্তাফিজ  প্রাথমিকভাবে এ খবর দেন। আটক সোনার মূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা বলে জানান শুল্ক কর্তৃপক্ষ

। ইউএস বাংলার ফ্লাইটটি চট্টগ্রামে আসার পর অভ্যন্তরীণ যাত্রী হিসেবে জান্নাতুল ফেরদৌস ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে নজরদারিতে রাখেন শুল্ক কর্তৃপক্ষ। ঢাকায় আসার পর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে জান্নাতুলকে আটক করা হয়। ওই যাত্রী তাঁর শরীরে সোনার ২৪টি বার লুকিয়ে রেখেছিলেন। এসব বারের মোট ওজন ২ কেজি ৭৮৫ গ্রাম।

আটক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জব্দকৃত  সোনা ডিএম করে  বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে। আটক নারীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।