বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাবির সিনেট থেকে শোভনের পদত্যাগ

ছাত্রলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি পাওয়ার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন। ১৬ সেপ্টেম্বর  সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট সভাপতি অধ্যাপক ড. আখতারুজ্জামানের বরাবরে এই পদত্যাগপত্র পেশ করেন তিনি।

পদত্যাগপত্রে শোভন লিখেছেন, বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়। এমতাবস্থায় আমি উক্ত পদ থেকে পদত্যাগ করতে আগ্রহী।

উল্লেখ্য, বিতর্কিত কর্মকাণ্ডের জন্য গত শনিবার ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

সবশেষ ডাকসু নির্বাচনে শোভন ভিপি প্রার্থী হলেও কৃতকার্য হতে পারেননি। পরবর্তীতে ডাকসু থেকে যে পাঁচজনকে সিনেটে মনোনয়ন দেয়া হয় তার মধ্যে শোভনও ছিলেন। ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের পদ হারানোর পর সেই সিনেট সদস্য থেকে পদত্যাগ করলেন তিনি।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।