মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
লাশ জিম্মি করে রাখা যাবে না : হাইকোর্ট

একুশে বার্তা রিপোর্ট : চিকিৎসা খরচ পরিশোধে ব্যর্থ হলেও লাশ জিম্মি করে রাখা যাবেনা বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে সব হাসপাতাল ও ক্লিনিকে বার্তা পৌছে দেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়কে নির্দেশ দেয়া হয়েছে। ২০ নভেম্বর সোমবার বিচারপতি মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খান এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে এ রায় দিয়েছেন। রিট আবেদন করা আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদ বিষয়টি নিশ্চিত করেন।
অপরিশোধিত সব বিল পরিশোধের জন্য স্বাস্থ্য সচিব ও অধিদপ্তরের ডিজিকে তহবিল গঠনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
২০১২ সালের ৮ জুন সিটি হাসপাতালে এক নবজাতকের মৃত্যুর পর লাশ দ্রুত হস্তান্তরে ব্যর্থ হওয়া অমানবিক ও মানবাধিকার লংঘন। এ জন্য সিটি হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা আনজুমান মফিদুল ইসলামে দান করার নির্দেশ দেয়া হয়েছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।