শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিভিল এভিয়েশন : ইএম বিভাগের দুই প্রকৌশলীর পদোন্নতি নিয়ে উচ্চ আদালত ব্যাখ্যা চেয়েছেন

বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনে কর্মরত ইএম বিভাগের দুই প্রকৌশলীর চাকরিতে পদোন্নতি কেন অবৈধ হবে না- তার ব্যাখ্যা চেয়েছেন উচ্চ আদালত। এ সংক্রান্ত এক রিটের শুনানিতে উচ্চ আদালত এর ব্যাখ্যা চান। অভিযুক্ত প্রকৌশলীদ্ধয় হলেন জাকারিয়া হোসেন এবং শুভাশিষ বড়ুয়া।
সংশ্লিষ্ট সূত্রমতে এদের চাকারি প্রকল্পে ১৯৯৬ সালে হলেও ২০১০ সালে চাকরি স্থায়ী করা হয়।এ ক্ষেত্রে জনপ্রশাসন সচিবের আদেশকে বৃদাংগুলি দেখিয়ে ভুতাপেক্ষ তারিখ থেকে সিনিয়রিটি দিয়ে ১ মাসের মধ্যে নির্বাহি প্রকৌশলী পদে পদোন্নতি দেয়া হয়। এ বাবদ সরকারের ৩ কোটি টাকা খরচ করতে হয়। এ নিয়ে সিএএবির চেয়ারম্যান বরাবর অভিযোগ করা হলেও তা আমলে নেয়া হয়নি। দুদক এদের তলব করলেও তা সিএএবির প্রশাসন থেকে গায়েব হয়ে যায়। এদেরকে সর্বশেষ পদোন্নতি দিয়ে তত্ববধায়ক প্রকৌশলী করা হয়েছে। এদের সাথে আরো ৪ প্রকৌশলী রয়েছেন। এরা হলেন : সহকারি প্রকৌশলী আছালত হোসেন খান, শফিকুল ইসলাম, আয়েশা হক ও শাহিনুর আলম। এর মধ্যে প্রকৌশলী শাহিনুর আলমের চাকরির পদ সাংঘর্ষিক।
প্রকৌশলী জাকারিয়া ও বড়ুয়া চেয়ে সিনিয়র প্রকৌশলী মিহির চাদ দেকে পদোন্নতি না দিয়ে বসিয়ে রাখা হয়েছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।