মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিএএবি : প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করছে না সিএএবি কর্তৃপক্ষ : উপসচিবের দাপ্তরিক ফের চিঠি এখন চেয়ারম্যান দপ্তরে-

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান মন্ত্রণালযের অধীন সিএএবির তদারকিস্থ দেশের আভ্যন্তরীণ ৫ বিমান বন্দরের কার্পেটিং কাজের পুন: টেন্ডার এবং কক্সবাজার বিমানবন্দরের পরামর্শক নিয়োগ সংক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এখনও বাস্তবায়ন করেনি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ৭ দিনের বদলে প্রায় ৩ মাস অতিবাহিত হতে চললেও এখনও জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়নি।
এ ব্যাপারে গত ১৩ সেপ্টেম্বর বিমান মন্ত্রণালয়ের উপসচিব ড. সাইফুর রহমান স্বাক্ষরিত সিএএবির চেয়ারম্যানকে দাপ্তরিক চিঠি জারি করেছেন।ওই দাপ্তরিক চিঠিতে ৫ বিমানবন্দরের কাপেটিং কাজের পুন: টেন্ডার, কক্সবাজার বিমানবন্দরের পরামর্শক নিয়োগ বাতিলসহ জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং আরো কিছু সুপারিশ জারি করে মন্ত্রণালয়কে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, এ সংক্রান্ত দুটি প্রতিবেদন একুশ শতকের কাগজ ‘একুশে বার্তা’র অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।