মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিএফইউজের একাংশের নির্বাচনে গাজী- এম. আবদুল্লাহ পুনঃনির্বাচিত

একুশে বার্তা প্রতিবেদন : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) বিএনপি সমর্থক অংশের নির্বাচনে সভাপতি পদে রুহুল আমিন গাজী নির্বাচিত এবং মহাসচিব পদে এম আবদুল্লাহ পুনঃনির্বাচিত হয়েছেন।

রবিবার গভীর রাতে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ২৩৩ জন কাউন্সিলরের ভোট গণনা শেষে এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ‘রুহুল আমিন গাজী-এম আবদুল্লাহ’ পরিষদ ও ‘এম এ আজিজ-জাহাঙ্গীর আলম প্রধান’ পরিষদ নামে দুটি প্যানেলের মোট ৩৯ জন প্রার্থী ১৯টি পদের জন্য প্রতিদ্বন্দিতা করেন। ২৩৮ জন কাউন্সিলরের মধ্যে ২৩৩ জন ভোট দেন।ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৯টি পদের মধ্যে ১৮টিতেই জয়ী হয়েছেন গাজী-আবদুল্লাহ প্যানেলের প্রার্থীরা। আজিজ-প্রধান পরিষদ থেকে কেবল শফিউল আলম দোলন সহকারী মহাসচিব পদে জয় পেয়েছেন। এছাড়া সহসভাপতি পদে নুরুল আমিন রোকন, মোদাব্বের হোসেন ও শামসুদ্দিন হারুন এবং  সহকারী মহাসচিব পদে আহমদ মতিউর রহমান, জিএম আশেক উল্লাহ ও শফিউল আলম দোলন নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আহমদ মতিউর রহমান শাহিন। সাংগঠনিক সম্পাদক পদে মো. মেহেদী মাসুদ, দপ্তর সম্পাদক পদে আবু ইউসুফ, প্রচার সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ বিজয়ী হয়েছেন।

সদস্য পদে নির্বাচিতরা হলেন- মুনশী আবদুল মান্নান, কামার ফরিদ, সৈয়দ ফজলে রাব্বি ডলার, মোহাম্মদ শাহ আলম শফি, নাসির আল মামুন, এডিএম সাদ বিন রাবী ও সাদিকুল ইসলাম স্বপন।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।