বুধবার, ০৮ মে ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পিলখানা বিডিআর বিদ্রোহ মামলার রায় পাঠ শেষ : নিম্ন আদালতের দেয়া ১৫২ জনের মধ্যে ১৩৯ জনের মৃত্যুদন্ডের রায় : ১৪৬ জনের যাবজ্জীবন, ১৮২ জনের ১০ বছরের জেল

একুশে বার্তা প্রতিবেদন : পিলখানা বিডিআর বিদ্রোহের  মামলার উচ্চ আদালতের রায় পাঠ সোমবার শেষ হয়েছে। উচ্চ আদালতের রায়ে নিম্ন আদালতের দেয়া ১৫২ জনের মধ্যে ১৩৯ জনের  মৃত্যুদন্ডের রায়  বহাল রেখেছেন। ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার মামলায় ১৪৬ জনের যাবজ্জীবন ও ১৮২ জনের ১০ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ বেঞ্চ। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। সোমবার বেলা ২টা ৩৫ মিনিট থেকে আসামিদের দণ্ড ঘোষণা শুরু হয়। প্রথম দফায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্তদের রায় দেয়া হয়। এক এক করে অভিযুক্তদের নাম ও সাজা ঘোষণা করেন আদালত। আলোচিত এ মামলায় ৮৫০ আসামির মধ্যে ৫৬৮ জনকে সাজা দিয়েছিলেন নিম্ন আদালত। তাদের মধ্যে ১৫২ আসামিকে মৃত্যুদণ্ড, ১৬০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল। সে সময় খালাস পেয়েছিলেন ২৭৭ জন। সোমবার হাইকোর্টের দেয়া রায়ে নিম্ন আদালতের দেয়া ১৫২ জনের মধ্যে ১৩৯ জনের মৃত্যুদন্ড বহাল , ১৪৬ জনের যাবজ্জীবন ও ১৮২ জনের ১০ বছরের সাজা বহাল রেখে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।