শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্যারিসে মে দিবসের শোভাযাত্রায় সহিংসতা, আটক ২০০

আন্তর্জাতিক ডেক্স : ফ্রান্সের রাজধানী প্যারিসে মে দিবসের শোভাযাত্রায় সহিংসতায় ঘটনা ঘটেছে। সহিংসতাকারীরা দোকানপাট ভাঙচুর করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর বিবিসি।

এ ঘটনায় প্যারিস পুলিশ ২০০ জনকে আটক করেছে। যারা মুখোশ পড়ে সহিংস কর্মকাণ্ড চালায়।সহিংসতায় একজন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পাবলিক সেক্টরে শ্রমিকদের মর্যাদা পুনর্গঠনের প্রতিবাদে শ্রমিক ইউনিয়ন আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে হঠাৎ ১২০০ মুখোশধারী ঢুকে পড়ে সহিংস কর্মকাণ্ড চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, টিয়ারসেল, স্প্রে ও জলকামান ব্যবহার করে।

সহিংসতাকারীরা প্যারিসের বামপন্থি সংগঠন ‘ব্লাক ব্লকস’-এর সমর্থক বলে ধারণা করছে পুলিশ।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।