শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কাস্টমস ডিসি এয়ারফ্রেইট বদলি

স্টাফ রিপোর্টার : ঢাকা কাস্টমস হাউজের আমদানি শাখার এয়ারফ্রেইটে কর্মরত কাস্টমসের ডেপুটি কমিশনার (ডিসি) মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ানকে বদলি করা হয়েছে। তার উত্তরসুরি হিসেবে এয়ারফ্রেইট আমদানি শাখায় ইতিপূর্বে কর্মরত ডিসি খায়রুল বাশারকে আবারও এয়ারফ্রেইটের ডিসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। গত ৬ মে রোববার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তপক্ষ।
ঘটনার সত্যতা স্বীকার করে ডিসির দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারি বলেন, স্যারকে বদলি করা হয়েছে। ডিসি খায়রুল স্যারকে পোস্টিং দেয়া হয়েছে।
ডিসি এয়ারফ্রেইকে বদলির ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে এক ব্যবসায়ী বলেন, ডিসি স্যার ব্যবসা বান্ধব ছিলেন।
উল্লেখ্য, গত ৪ মে একুশে বার্তা অনলাইন সংস্করণে ‘ শাহজালাল বিমানবন্দরের আমদানি শাখার এয়ারফ্রেইট ১নং ডেলিভারি গেট দিয়ে পণ্য খালাসের হিড়িক : ডিসি বললেন ২৪ ঘন্টা পণ্য ডেলিভারি চলবে : এক মধ্যরাতের ঘটনা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কাস্টমসে তোলপাড় শুরু হয়। ২০ কমার্শিয়াল ব্যবসায়ীকে ভাবিয়ে তোলে। বিষয়টি নিয়ে কথা বলতে একুশে বার্তার সম্পাদককে ডিসি এয়ারফ্রেইট আমন্ত্রণ জানালে গত ৬ মে বিকেল ৪টার দিকে ডিসির রুমের ভিতরে ব্যবসায়ী শাজাহান ও তার এক সহযোগি ডিসির রুমের ভিতরে প্রবেশ করে সম্পাদককে অকথ্য ভাষায় গালাগালা করতে থাকেন। এ সময় ওই ব্যবসায়ী আমদানিকৃত পণ্যের পেপারসে ডিসিকে দিয়ে সই করিয়ে নেন। কাগজে সই করিয়ে বের হওয়ার সময় সম্পাদককে হুমকি দিয়ে যান যে, বাইরে বের হলে দেখে নেব।
‘একুশে বাতা’য় প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে বদলিকৃত ডিসি মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ান একটি ব্যাখ্যা বয়ান করেন। তিনি বলেন, ট্যাক্স ব্যাংকে জমা হওয়ার পর অফিস টাইম পার হওয়ার পরও পণ্য ডেলিভারি দেয়ার নিয়ম রয়েছে। প্রকাশিত প্রতিবেদনে এক মধ্যরাতের ঘটনায় তিনি বলেন, মধ্যরাত নয় প্রথম রাত বা রাতের প্রথম প্রহর হবে। তাছাড়া বিমানবন্দর দিয়ে দ্রুত পণ্য খালাসে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা রয়েছে। সেজন্য এয়ার ফ্রেইট আমদানি শাখা শুক্রবার শনিবারও খোলা রাখা হচ্ছে। এ ছাড়া হ্যাংগার গেট দিয়ে ২৪ ঘন্টাই পণ্য ডেলিভারি দেয়া হচ্ছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।