শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উচ্চ আদালতে রিট : আমদানি পণ্য খালাসে ব্যবসায়ীদের হয়রানি : ২ সচিবসহ ঢাকা কাস্টমস হাউজ কমিশনারকে দুই সপ্তাহের মধ্যে জবাব দেয়ার আদেশ

স্টাফ রিপোর্টার: ঢাকা কাস্টমস হাউজের কুরিয়ার ইউনিটে আমদানিকৃত পণ্য খালাসে বিলম্ব, ব্যবসায়ীদের হয়রানি, কমিশনারকে উকিল নোটিশ, সাড়া না দেয়ার উচ্চ আদালতে রিট মামলা দায়ের। দুই সপ্তাহের মধ্যে জবাব দেয়ার আদেশ দিয়েছেন উচ্চ আদালত।
অন্যদিকে কুরিয়াওে রামরাজত্ব চলছে। ১৭ নিষিদ্ধ ব্যবসায়ী এই রামরাজত্বেও নায়ক। এদেও মধ্যে নব্য নেতাও রয়েছেন। এদেও প্রত্যেককেই লাখ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। এদেও মধ্যে মামা খ্যাত রাইদুল ট্যাক্সি ফাকি দিয়ে ,অনেক সময় নামকাওয়াস্তে ট্যাক্স দিয়ে গেট ম্যানেজ করে চুটিয়ে ব্যবসা করছে। রাইদুল থাকে পর্দার আড়ালে , তার ভাই আমিনুল থাতে মাঠে। প্রতিদিন শত শত পেপারসে পণ্য ডেলিভারি নিয়ে যাচ্ছে বলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। লেনদেন হয় উত্তরায় রাইদুলের অফিসে।ৃ

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।