রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে ২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

ডেক্স রিপোর্ট : চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ৭৬২ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দার সদস্যরা।

গত ২৪ জানুয়ারি মঙ্গলবার বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম ও বিমানবন্দর শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের যৌথ অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

বিষয়টি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এছাড়া ২ কেজি ৯৫০ গ্রাম ওজনের স্বর্ণের প্রলেপযুক্ত ১টি স্যান্ডো গেঞ্জি, ১ টি ফুল প্যান্ট ও ১টি আন্ডারওয়্যার থেকে ২৪ ক্যারেটের ১ কেজি ৪২৯ গ্রাম স্বর্ণের গোলক পিণ্ড পাওয়া যায়।

জানা যায়, মোহাম্মদ জিয়াউল হক নামের যাত্রী ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ফ্লাইট যোগে দুবাই থেকে সকাল ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছান। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে।

প্রসঙ্গত, অভিনব কৌশলে স্বর্ণ পাচারের অপচেষ্টা রুখে দেওয়ার পর স্বর্ণের প্রলেপযুক্ত জামাকাপড় থেকে স্বর্ণ আলাদা করার জন্য চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানার হাজারী লেনের স্বর্ণের কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সনাতন পদ্ধতিতে নিখাদ স্বর্ণের প্রলেপযুক্ত জামা-কাপড় থেকে স্বর্ণ গোলক পিণ্ড আকৃতিতে উদ্ধার করা হয়।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।