রবিবার, ০৫ মে ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ৯ ফেব্রুয়ারি ঢাকা সফরে আসছেন : যুক্তরাজ্যে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা নিয়ে চুলচেরা বিশ্লেষণে প্রত্যাহার হতে পারে

একুশে বার্তা প্রতিবেদন : আগামি ৯ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ঢাকা সফরে আসছেন। তার সফরকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত লাখ লাখ রোহিংগা ইস্যু এবং বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে কার্গো পণ্য পরিবহনের ওপর থেকে নিষেধাংঙা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। বাংলাদেশ আশা করছে যুক্তরাজ্যের পররাষ্ট্মন্ত্রী বরিস জনসনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পর এবার যুক্তরাজ্যে কার্গো পরিবহনের ওপর থেকে নিষেধাংঙা প্রত্যাহার হয়ে যাবে।

প্রায় দুই বছর আগে ঢাকা থেকে লন্ডনে পণ্য পরিবহনে যে নিষেধাজ্ঞা জারি করা হয়। শিগগিরই তা উঠতে যাচ্ছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের বাংলাদেশ সফরের সময় এ নিয়ে ঘোষণা আসতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,, বরিস জনসন ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজারে যাওয়ার কথা তাঁর।

সূত্রমতে ,  রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের মাধ্যমে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও সম্প্রসারণে গুরুত্ব থাকবে বরিস জনসনের সফরে। মার্চের মাঝামাঝি দুই দেশের দ্বিতীয় কৌশলগত সংলাপের আগে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। গত আগস্টের রোহিঙ্গা ঢলের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের জোরালো ভূমিকার ধারাবাহিকতায় এ বিষয়টিতে বরিস জনসন গুরুত্ব দেবেন। আন্তর্জাতিক মানদণ্ডে নিরাপত্তার ঘাটতি থাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পণ্য পরিবহনে ২০১৭ সালের মার্চে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য। বিমানবন্দরের নিরাপত্তার উন্নতিতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বরিস জনসনের সফরের সময় এ নিয়ে ইতিবাচক ঘোষণা আসতে পারে। যুক্তরাজ্যের রেডলাইন কোম্পানি গত দুই বছর ধরে শাহজালাল বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা দেখভাল করছে। বহু বাহিনী থেকে আগত এফসেক বাহিনী গঠন করেও শাহজালালের নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।