মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাতেই দেশে আসছে মাহফুজ উল্লাহর মরদেহ

ডেক্স রিপোর্ট : সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহর মরদেহ শনিবার রাতে দেশে আনা হচ্ছে। এদিন দিনগত রাত ১২টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে পৌঁছাবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাহফুজ উল্লাহর প্রথম নামাজের জানাজা রোববার (২৮ এপ্রিল) বাদ জোহর গ্রিনরোড ডরমিটরি মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসরের নামাজের পর জাতীয় প্রেসক্লাবে। পরে মরহুমের ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হবে বুদ্ধিজীবী কবরস্থানে।

সবকিছু তদারকি করছেন মরহুমের বড় ভাই ড. মাহবুব উল্লাহ। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করছেন।

এর আগে বাংলাদেশ সময় সকাল ১০টা ৫ মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।