শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিভিল এভিয়েশনের ১ ডজন প্রকৌশলীকে দুদকে তলব

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলীসহ ১২ জন প্রকৌশলীকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তলব করেছে। গত রোববার এক দাপ্তরিক চিঠিতে দুদক এদের তলব করে। তলবকৃৃত প্রকৌশলীদের মধ্যে ইএম বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী জাকারিয়া হোসেন, ইএম-২-এর নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকা এসডি পদধারি এবং সদ্য বদলিকৃত শফিকুল ইসলামের নামও রয়েছে বলে জানা যায়।
এর আগেও দুদক সিএএবির একাধিক প্রকৌশলীকে তলব করে। কিন্ত তদন্ত করে কারো বিরুদ্ধে মামলা করেনি দুদক। শুধু কক্সবাজার বিমানবন্দরে এসি কেলেংকারির ঘটনায় ৬ প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছে দুদক, এ মামলা ওরা গ্রেফতার হয়ে জেল খেটেছে, বর্তমানে জামিনে আছে। মামলাটি ইতিমধ্যেই চার্জশীট হয়েছে। বিস্তারিত পরের কিস্তিতে- ৃ

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।