বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেট ওসমানী বিমানবন্দরে ৫ সিভিল এভিয়েশন ও ১ বিমান কর্মীর থেকে সাত কেজি সোনা জব্দ

মফস্বল ডেক্স : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে সাত কেজি ওজনের ৬০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। এসময় পাঁচজনকে আটক করা হয়েছে।

বুধবার বিকালে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজিদুল হক।

তিনি জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিমানে অভিযান চালায়।

এসময় ক্লিনার ও সিভিল অ্যাভিয়েশনের পাঁচ কর্মীর কাছে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
জব্দ সোনার দাম প্রায় তিন কোটি টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তারা।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।