বুধবার, ০৮ মে ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বাধীনতা দিবসে বিশেষ গুগল ডুডল

একুশে বার্তা ডেক্স : বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্‌্‌যাপন উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে সার্চ জায়ান্ট ইঞ্জিন গুগল। বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নিয়মিত হোমপেজ পাল্টে ফেলে গুগল। তেমনিভাবে বাংলাদেশের স্বাধীনতা  দিবসকে সম্মান জানাতে একটি ডুডল প্রকাশ করেছে তারা। এতে একটি নদীতে পণ্যবাহী তিনটি নৌকা ফুটিয়ে তোলা হয়েছে। এর মধ্য দিয়ে ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে স্মরণ করা হয়েছে। বলা হয়েছে, ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত্রিতে নিরস্ত্র বাঙালিদের ওপর নৃশংস দমনপীড়ন চালায় পাকিস্তানি দখলদার বাহিনী। এরপর ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
নয় মাসের স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ মানুষের সর্বোচ্চ আত্মত্যাগ ও দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে।

 

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।