রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ভারতের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারালো বাংলাদেশের মেয়েরা

খেলা ডেক্স : এবার আর শিরোপা ঘরে তোলা হলো না বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ভারত।

গত বছর ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। কিন্তু এবার রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের মেয়েদের।

শনিবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে ভারত। এই টুর্নামেন্টে এটাই প্রথম গোল হজম করতে হলো বাংলাদেশের।

ম্যাচের প্রথামার্ধ শেষ হয়েছিল গোলশূন্য সমতায়। দুই দলই ছিল শক্তিশালী। প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ বেশ হয়। কিন্তু গোলের দেখা পায়নি কোনো দল। কিন্তু বিরতির পর পিছিয়ে পড়ে বাংলাদেশ।

ম্যাচের ৬৬তম মিনিটে সুনিতা মুন্ডার কর্নার কিকে গোল পায় ভারত। এতেই ১-০ গোলে এগিয়ে যায় দেশটি। এই ম্যাচে এটাই প্রথম ও শেষ গোল। ফলে এ গোলেই ভাগ্য নির্ধারিত হয়ে যায় বাংলাদেশের।

‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। গ্রুপ পর্বে পাকিস্তানকে ১৪-০ ও নেপালকে ৩-০ হারায় বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনাল ম্যাচে স্বাগতিক ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে লাল-সবুজ জার্সিধারীরা।

অন্যদিকে, গ্রুপ ‘এ’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে ভারত। গ্রুপ পর্বের ম্যাচে তারা শ্রীলঙ্কাকে ১২-০ ও ভুটানকে ১-০ গোলে পরাজিত করে। সেমিফাইনাল ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। ওই আসরে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।