মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
‘এবার মুক্তিযোদ্ধাদের কবর অভিন্ন নকশায় সংরক্ষণ করা হবে’

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা মুক্তিযোদ্ধাদের কবরগুলো অভিন্ন নকশায় সংরক্ষণ করা হবে। যাতে করে পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে।

২৩ ডিসেম্বর  শনিবার ফেনী জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ বি সি লাহা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিতে সরকার বদ্ধপরিকর এ কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে বধ্যভূমিগুলোকেও বিভিন্ন ডিজাইনে নির্মাণ করা হবে।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বাংলায় স্বাধীনতাবিরোধীদের ঠাঁই হবে না। স্বাধীনতাবিরোধীরা যাতে কখনও রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।