সোমবার, ০৬ মে ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সৈয়দপুরে ফ্লাইট বিলম্ব হওয়ায় যাত্রীদের সঙ্গে কর্মচারীদের হাতাহাতি, চিকিৎসকসহ আটক ২

নিউজ ডেক্স : নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের একটি ফ্লাইট ছাড়তে দেরি হওয়ায় কর্তৃপক্ষের সঙ্গে হাতাহাতি ও ডেস্ক ভাঙচুর করেছেন কয়েকজন যাত্রী। এ ঘটনায় এক চিকিৎসকসহ দুই যাত্রীকে আটক করা হয়েছে।

আজ রোববার বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে। পরে ওই দুই যাত্রীকে আটক করে সৈয়দপুর থানা পুলিশ।

আটক হওয়া একজনের নাম শরিফুল ইসলাম। তিনি পেশায় চিকিৎসক বলে জানা গেছে। অপর যাত্রীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব ঘোষ। তিনি বলেন, কুয়াশার কারণে নভোএয়ারের সকাল ৯টা ৩০ মিনিটের ফ্লাইটটি সঠিক সময়ে উড্ডয়ন করতে পারেনি। ফ্লাইট বিলম্ব হওয়ায় এক যাত্রীর কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যাত্রী নভোএয়ারের ডেস্কে ধাক্কা দিলে সেখানে থাকা জিনিসপত্র ভেঙে যায়। পরে কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে ওই যাত্রীর সঙ্গে থাকা আরেক যাত্রীকেও আটক করা হয়। আমরা মিটিংয়ে বসেছি, মিটিং শেষ করে বিস্তারিত জানাব।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিমানবন্দরে নভোএয়ারের কর্তৃপক্ষের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এখনই বিস্তারিত বলতে পারছি না।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।