রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিএএবি : কে হচ্ছেন পরবর্তী প্রধান প্রকৌশলী

স্টাফ রিপোর্টার :সিএএবিতে প্রধান প্রকৌশলী ছাড়া চলছে তিনদিন কার্যদিবস। বর্তমান প্রধান প্রকৌশলীর গত ৩০ ডিসেম্বর চাকরির মেয়াদ শেষ হবার পর নতুন কোন প্রধান প্রকৌশলীকে দায়িত্ব দেয়া হয়নি।তত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকেও প্রধান প্রকৌশলী করা হয়নি।
এ দিকে সদ্য চাকরি থেকে বিদায় নেয়া প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক তদবিরে প্রতিদিন মন্ত্রণালয়ে সময় কাটাচ্ছেন,গত ৩ জানুয়ারি পর্যন্ত তিনি সিএএবিতে ফিরেননি।
সিএএবিতে প্রধান প্রকৌশলীর চেয়ারে কেউ দায়িত্ব পালন না করায় ঠিকাদারি কাজের প্রশাসনিক ফাইল গত কয়েকদিন যাবত মুখথুবড়ে পড়ে আছে। সিএএবিতে গুনজন শোনা যাচ্ছে প্রধান প্রকৌশলীর তদবিরে চেয়ারম্যান-সচিব টিকে গেলেন এবার প্রধান প্রকৌশলীও টিকে যাবেন, এক্সটেনশনের চিঠি নিয়েই তিনি সিএএবিতে ফিরবেন।
অন্যদিকে ১ বছরের এক্সটেশনে যাওয়া সিএএবি চেয়ারম্যান মফিদুর রহমান অফিস করছেন, সংশ্লিষ্ট সকলের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করছেন।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।