শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
অর্থমন্ত্রীর বাজেটোত্তর বিশৃঙ্খল সংবাদ সম্মেলন, শব্দ বিভ্রাট

ডেক্স রিপোর্ট : গত ৩ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন।

রীতি অনুযায়ী শুক্রবার (২ জুন) ছিল বাজেটোত্তর সংবাদ সম্মেলন। রাজধানী ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনটির আয়োজন করে অর্থ মন্ত্রণালয়।

তবে সংবাদ সম্মেলনের শুরুতেই শব্দ প্রক্ষেপণ নিয়ে তৈরি হয় ঝামেলা। সাংবাদিকরা অর্থমন্ত্রীর কথা শুনতে পাচ্ছিছিলেন না। কিছুক্ষণ পর যদিও কিছুটা শোনা যাচ্ছিল; তবে তা বোঝা যাচ্ছিল না। এক সময় সেই সমস্যার সমাধান হয়। ফের বিপত্তি বাধে প্রশ্ন-উত্তর পর্বে। সাংবাদিকরা প্রশ্ন করলেও শুনতে পাচ্ছিলেন না অর্থমন্ত্রী।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তারা এ ধরনের শব্দ প্রক্ষেপণ নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ বলেন, কাদেরকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে?

সংবাদ সম্মেলন প্রায় ঘণ্টাখানেক চলার পর আবার শব্দ প্রক্ষেপণ নিয়ে ঝামেলা তৈরি হয়। তখন সাংবাদিকদের চেয়ার ছেড়ে মঞ্চের সামনে গিয়ে দাঁড়ানোর অনুরোধ জানান অর্থমন্ত্রী। টেলিভিশন ক্যামেরা স্থাপন করা হয়। প্রতিবেদকরা গিয়ে কেউ কেউ মঞ্চের অতিরিক্ত অংশে দাঁড়ান।

কিছুক্ষণ পর আবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের অনুরোধ জানান ৫ মিনিটের মধ্যে সমস্যার সমাধান হবে। সবাই নিজ নিজ আসনে গিয়ে বসতে পারেন। আবার সাংবাদিকরা ছুটেন নিজের চেয়ারের দিকে। বসেন চেয়ারে। তবে সংবাদ সম্মেলনের স্বাভাবিক ধারাবাহিকতা নষ্ট হয়। এবার কিছুক্ষণ ভালোভাবে শব্দ শোনা গেলেও আবার বিপত্তি বাধে শব্দ প্রক্ষেপণ নিয়ে।

প্রশ্ন করার জন্য যে হ্যান্ড মাইক সরবরাহ করা হয়েছিল সেগুলোতেও দেখা দেয় সমস্যা। শব্দ আর বের হতে চায় না।

এদিকে মঞ্চের মাইকেও একই ধরনের সমস্যা দেখা দেয়। একটি মাত্র স্ট্যান মাইক উপস্থিত সকল মন্ত্রী বক্তব্য দেন।

শেয়ারবাজার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দিতে রাজি হননি কোনো মন্ত্রীই। অবশেষে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নাম ঘোষণা করেন অর্থমন্ত্রী। অর্থসচিব কিছু কথা বলে ঠেলে দেন বাংলাদেশ ব্যাকের গভর্নরের দিকে।

সংবাদ সম্মেলনে মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পল্লী উন্নয়ন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম প্রমুখ।প্রবা

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।