সোমবার, ০৬ মে ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আনিসুল হক শেষ ঠিকানা বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন

স্টাফ রিপোর্টার : বিকেল ৪ টায় নামাজে জানাজা শেষে সদ্য প্রয়াত মেয়র আনিসুল হক বনানী কবরস্থানে ছেলে মো. শারাফুল হকের কবরে চির নিদ্রায় শায়িত হলেন। এ আগে বনানী আর্মি স্ট্যাডিয়ামে তার দ্বিতীয় নামাজে জানাজায় শরিক হন মন্ত্রি পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পরিবারের সদস্যবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। তার নামাজে জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। দুপুর ১২টা ৫০ মিনিটে বিজি-০০২ ফ্লাইটে করে তার মরদেহ শাহজালাল বিমানবন্দরে পৌছানোর পর সেখান থেকে সরাসরি তার বাসায় নেয়া হয়। বিমানে তার মরদেহের পাশে ছিলেন স্ত্রী রুবানা হক,ছেলে নাভিদুল হক,নাতনি।নামাজে জানাজার আগে আনিসুল হকের মরদেহ জাতীয় পতাকা ও ডিএনসিসির পতাকা দিয়ে ঢেকে দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বিকেল ৩টা ১০ মিনিটে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন এবং প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন। এরপর জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরির পক্ষে পুস্পস্তবক দিয়ে আনিসুল হককে শ্রদ্ধা জানানো হয়। এরপর পর্যায়ক্রমে তার মরদেহে শ্রদ্ধা জানান সেতু মন্ত্রী ওবায়দুল কাদের , আইজিপি একেএম শহিদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আনিসুল হকের মরদেহ তার বনানীর বাসায় পৌছার পর সেখানে ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আনিসুর হককে শ্রদ্ধা জানান এবং তার পরিবারের সদস্যদের শান্তনা দেন ও সমবেদনা জানান এবং তাদের নিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় প্রধানমন্ত্রীর সংগে ছিলেন সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরি, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, মরহুমের ছোট ভাই সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।