শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আল্লাহ’ নামের মহত্ত্ব জেনে নিন

ডেক্স রিপোর্ট :  : যদি কেউ আমাকে বলে আল্লাহ নামটি উচ্চারণ করার মহত্ত্ব কী? তাহলে আমি লম্বা একটি তালিকা বলে দিতে পারব।

**প্রথমত, এ নামটি দিয়েই আল্লাহর যাবতীয় নাম ও গুণকে ধারণ করা হয়।

**কেউ যদি ভয়ে বা আতঙ্কে থাকে, তাহলে এই নামটি উচ্চারণ করলে তার ভয় কেটে যায়।

**দুশ্চিন্তার সময় আল্লাহ নামটি উচ্চারণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির উদ্বেগ ও উৎকণ্ঠা কেটে যায়।

**দুর্বলচিত্তের কোনো মানুষ আল্লাহ নামটি উচ্চারণ করলে সে আরো শক্তিশালী হয়ে ওঠে, আত্মবিশ্বাসী হয়ে যায়।

**দরিদ্র মানুষ উচ্চারণ করলে তার সামর্থ বেড়ে যায়।

**কোনো লাঞ্ছিত ব্যক্তি আল্লাহর নাম উচ্চারণ করলে তিনি আরো সম্মানিত হয়ে যান।

**ভীতু মানুষ উচ্চারণ করলে তার সাহস বেড়ে যায়। এই নামটি সব ধরনের কাঠিন্য ও জটিলতা দূর করে দেয়।

**এই নামটি উচ্চারণ করে দুআ করলে অসুস্থতা কেটে যায়।

** দুআতে এই নাম উচ্চারণ করলে দুআ কবুল হয়। দুর্বলতা কেটে যায়, অনিষ্টতা হ্রাস পায় এবং নেয়ামত বেড়ে যায়।

** এ নামের ওপরই আকাশ ও জমিন প্রতিষ্ঠিত হয়ে আছে। প্রতিটি আসমানি কিতাব নাজিল হয়েছে এই নামটির ওপর।

** প্রত্যেক নবি ও রসূল পৃথিবীতে এসেছেন এই আল্লাহ নামের বার্তা নিয়ে। এই নামের ভিত্তিতেই আল্লাহ তাআলা দীন প্রণয়ন করেছেন।

** এই নামটিই বিশ্বাসী আর অবিশ্বাসী মানুষদের মধ্যে পার্থক্য করে দেয়।

** এই নাম উচ্চারণেই হাশরের দিন মিযানের পাল্লা ভারী হবে। সহজে পুলসিরাত পার হওয়া যাবে এবং জান্নাতের দরজা খুলে যাবে।

**যারা এই নামটি জানে এবং এই নামের মহত্ত্বে বিশ্বাস করে তারা সফলকাম আর যারা এই নামকে অগ্রাহ্য করে, অবহেলাভরে প্রত্যাখ্যান করে তাদের পতন অনিবার্য।

—বলেছেন ইমাম ইবনুল কাইউম (র.)

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।