শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ইরাকি বিমান হামলায় সিরিয়ায় ৪৫ আইএস জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেক্স : সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক- চালিত এক বিমান হামলায় অন্তত ৪৫ আইএস জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে জঙ্গি গোষ্ঠীটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা ছিলেন বলে দাবি করেছে ইরাক। খবর বিবিসি’র।

খবরে বলা হয়, সিরিয়ার হাজিন শহরে পরিখা দিয়ে সংযুক্ত তিনটি বাড়িতে হামলা চালিয়েছে  ইরাক। সেখানে আইএস নেতারা এক বৈঠকের জন্য মিলিত হয়েছিল। সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত শেষ এলাকা এটি।

ইরাকি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন, আইএসের উও যুদ্ধ-মন্ত্রী, একজন মিডিয়া প্রধান, পুলিশ প্রধান, ও জঙ্গি গোষ্ঠীটির নেতা আবু বকর আল-বাগদাদির ব্যক্তিগত  দূত।

ইরাক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অবস্থান করা আইএস সদস্যদের বিরুদ্ধে সিরিয়া সরকারের সঙ্গে একজোট হয়ে লড়াই করছে ইরাক।

একসময় ইরাকের এক-তৃতীয়াংশ এলাকা দখলে নিয়েছিল আইএস। গত ডিসেম্বরে আইএস বিরোধী মার্কিন- নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা ইরাক ও সিরিয়ার আইএস-নিয়ন্ত্রিত ৯৮ শতাংশ অঞ্চল পুনর্দখল করেছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।