শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গোপনে রহস্যময় বোমারু বিমান তৈরি করছে চীন!: ২০২৫ সাল থেকে কার্যকর হতে পারে

ডেক্স প্রতিবেদন : আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে গোপনে এক নতুন বোমারু বিমান তৈরি করেছে চীন। স্যাটেলাইটে এমন ছবিই ধরা পড়েছে। চীনের এক গবেষণা সংস্থা চেংড়ুতে ওই বোমারু বিমান তৈরি হয়েছে বলে জানা গেছে। রহস্যময় ওই চীনা এয়ারক্রাফট বি-২ স্পিরিট বা এক্স-৪৭বি ড্রোনের মত দেখতে। এটি একটি লং রেঞ্জের স্ট্র্যাটেজিক বম্বার বলেই অনুমান করা হচ্ছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে চীনের প্রতিরক্ষামন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী প্রজন্মের লং রেঞ্জ বম্বার তৈরি করা হচ্ছে। চীনা এয়ার ফোর্সের কমান্ডার বলেছিলেন, ‘একটি লং রেঞ্জ বম্বার তৈরি করা হচ্ছে, ভবিষ্যতে আপনারা সেটা দেখতে পাবেন।’

২০২৫ সালে ওই বম্বার কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।