রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ফলোআপ : মাদক ব্যবসা ও চাদাবাজিতে বাধা দেয়ায় বিমান কর্মকর্তার বাসায় হামলা, ভাংচুর, ভাইকে কুপিয়ে জখম : মীরপুরে রকি হত্যার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে

স্টাফ রিপোর্টার : মীরপুর ৭ নং সেক্টরে বস্তিসকে কেন্দ্র করে মাদক ব্যবসা, মাদক সেবন ও চাদাবাজি জমজমাট। বস্তির পাশে কোন কোন বাসা-বাড়ির সামনে কুখ্যাত মাদক বিক্রেতা, মাদক সেবি ও সংঘবদ্ধ চাদাবাজরা প্রতিনিয়ত আড্ডা দিচ্ছে। কেউ এর প্রতিবাদ করলে তার ওপর নেমে আসছে খড়ক। এমনি এক ঘটনা ঘটেছে এক বিমান কর্মকর্তার বাসায়।

মনির, গিয়াস, বাবু, পিয়াল নামের সংঘবদ্ব সন্ত্রাসীরা ওই বিমান কর্মকর্তা আনোয়ার হোসেনের বাসার সামনে প্রতিনিয়ত আড্ডা বসাচ্ছে। প্রতিবাদ করলেও তারা থামছে না। গত ১৯ অক্টোবর বিমান কর্মকর্তা আনোয়ার হোসেনের পরিবারের ওপর খড়গ নেমে আসে। সন্ত্রাসীরা জোর করে তার বাসায় প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ব্যাপক ভাংচুর ও লুটতরাজ করে। আনোয়ার হোসেন বাসা থেকে পালিয়ে যায়। তার ভাইকে সন্ত্রীরা কুপিয়ে জখম করে। তাকে ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯৯৯-এ ফোন করলে পুলিশ আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় আনোয়ার হোসেন তার পরিবারকে দেশে পাঠিয়ে দিয়েছে। মারাত্মক আহত ভাই হাসপাতালে মৃত্যুর সাথে পান্ঞা লড়ছে।


উক্ত সন্ত্রাসীরা মীরপুরে আলোচিত রকি হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে পুলিশের নাকেরডগায় ঘুরে বেড়াচ্ছে।পুলিশ এদের টিকিটিও স্পর্শ করতে পারছে না। ২০১৩ সালে উক্ত সন্ত্রাসীরা রকিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। সন্ত্রাসীরা এলাকার বস্তিকে কেন্দ্র করে গড়ে তুলেছে মাদক সামাজ্য ও চাদাকাজি ব্যবসা। এদের হাত থেকে এলাকাবাসি রেহাই পাচ্ছে না। স্কুল-কলেজগামি মেয়েরা এদের অত্যাচারে অতিষ্ট হয়ে স্কুল-কলেজে যাওয়া ছেড়ে দিয়েছে।পল্লবি থানা পুলিশ ৭ নং সেক্টরের উক্ত বস্তিতে ২৪ ঘন্টা টহলের ব্যবস্থা করলে সন্ত্রাসীদের উৎপাত কমে যাবে বলে এলাকাবাসিরা জানান। ক্রমশ–

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।