শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিটি নির্বাচনের কারণে পেছানো হলো বইমেলা : ২ ফেব্রুয়ারি শুরু

একুশে বার্তা ডেক্স : ঢাকার দুই সিটি’র নির্বাচন একদিন পেছানোর কারণে এবারের অমর একুশে গ্রন্থমেলাও পেছানো হয়েছে। প্রতিবছর ১ ফেব্রুয়ারি গ্রন্থমেলা শুরু হলেও এবার তা হচ্ছে না। ওইদিন ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন হওয়ার কারণে পরদিন ২ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে। ১৯ জানুয়ারি রোববার বাংলা একাডেমির মহাপরিচালক কবি ও লেখক হাবীবুল্লাহ সিরাজী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, নির্বাচনের কারণে ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় মেলার উদ্বোধন করা হবে। অন্যান্য বারের মতোই এবারও মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও তৎসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবছর মাসব্যাপি বইমেলা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই মেলায় বিপুল নতুন বই প্রকাশিত হয়। পাশাপাশি লেখক, সাহিত্যিক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হয় এই অমর একুশে গ্রন্থমেলাটি।।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।