শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিনের রপ্তানি বন্ধের খবরে তোলপাড়, মুখে কুলুপ সরকারের

নিউজ ডেক্স : ভারতে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে পুনের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-এস্ট্রোজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড এর রপ্তানি বন্ধের খবরে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। সংবাদ সংস্থা রয়টার্স প্রথম খবরটি প্রকাশ করে বুধবার রাতে। বিদেশ দফতরের এক মুখপাত্রের দেয়া খবরের ভিত্তিতে রয়টার্স খবরটি করে।  মুখপাত্রটি বলেন যে ভাবে ভারতে কোভিড এর দ্বিতীয় সার্জ মাথা চাড়া দিয়েছে তাতে অধিকতর ভ্যাকসিন দেশে মজুত রাখার উদ্দেশ্যে ভ্যাকসিন রপ্তানি বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকার অথবা কোভিশিল্ড এর উৎপাদক সংস্থা সেরাম ইনস্টিটিউট এ ব্যাপারে একটি  শব্দও উচ্চারন করে নি।  তবে বাস্তব হল বিগত কয়েকদিনে এক ভায়াল কোভিশিল্ড এর রপ্তানি হয় নি। ভারত ১৮০টি দেশে কোভিশিল্ড রপ্তানি করে। এর ফলে উদ্বেগ ছড়িয়েছে ওই দেশগুলিতে। এক সরকারি মুখপাত্র বৃহস্পতিবার বলেছেন, ওয়েট আন্ড সি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার  বাংলাদেশ সফরে যাচ্ছেন।  ভ্যাকসিন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা এই সফরে করতে পারেন।মানবজমিন

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।