শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বেবিচকে বিশাল নিয়োগ : নিয়োগ বিঙাপনে আবার পরিচালক মানব সম্পদ : সবেধন নীলমনির জায়গায় আরেকজন নিচ্ছে স্যানেটারি ইন্সপেক্টর : এবার কি টিপুর বিদায়ের পালা

অনলাইন ডেস্ক :বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিঙপ্তিতে সাইন করেছেন আবার সেই পরিচালক মানব সম্পদ।অথচ সই করার বাতিক পরিচালক প্রশাসনের, আগের নিয়োগ বিঙপ্তিতে তাই হয়ে আসছে। এবার বিতর্কিত এডি থেকে ডিডি ডিডি থেকে রাতারাতি পরিচালক, তাও আবার মানব সম্পদের দায়িত্ব, এ দায়িত্ব পেয়েই ধরাকে সরা ঞ্ঘান, বিভিন্ন অফিসের ওয়েসটেজ কাগজের মাতবরিও করছেন, নিয়োগ বাণিজ্য জমজমাট, দুদক চুপচাপ, তার কথিত ভাগিনা সোনা হাকিম বহাল।

একজন স্যানেটারি ইন্সপেক্টর নিয়োগের পর এবার শাহজালালের একমাত্র রামরাজত্ব করা স্যানেটারি ইন্সপেক্টর নুরনবী ভুইয়া টিপুর বিদায়ের পালা , তার বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চলছে।

খোজখবর নিয়ে জানা যায়,  প্রতিষ্ঠানটি কয়েকটি ক্যাটাগরিতে ৯২৪ জন লোক নেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ অনুসারে বিজ্ঞপ্তিতে মোট সাত গ্রুপ করা হয়েছে। প্রত্যেক গ্রুপ থেকে আলাদা আলাদা পদে লোকবল নিয়োগ দেবে।

গ্রুপ:
সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট ১ জন
এরোড্রাম কর্মকর্তা ৩৩ জন
সিএনএস প্রকৌশলী ৭ জন
এরোড্রাম সহকারী ১৪৬ জন
স্যানিটারি ইন্সপেক্টর ১ জন
গ্যাস টেকনিশিয়ান ২ জন
অগ্নিনির্বাপক মোটরচালক ২২ জন
বোর্ডিং ব্রিজ অপারেটর ৬৩ জন নেওয়া হবে।

গ্রুপ:
সিনিয়র প্রোগ্রামার পদে ১ জন
সহকারী পরিচালক ৫ জন
এএনএস ইন্সপেক্টর ১ জন
ইন্সপেক্টর (এরোড্রাম) ২ জন
সিনিয়র অফিসার ১৫ জন
তথ্য সহকারী ৮ জন
উচ্চমান সহকারী ৪ জন
ট্রাফিক হ্যান্ড ১৩ জন নেওয়া হবে।

গ্রুপ:
এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর পদে ৪ জন
সহকারী প্রকৌশলী (সিভিল) ৪ জন
সহকারী প্রকৌশলী (ই/এম) ৬ জন
এয়ারপোর্ট ফায়ার লিডার ৭ জন
স্টোরকিপার ১ জন
বহিরঙ্গন সহকারী ২ জন
মোটর ও মেকানিক ২ জন নেওয়া হবে।

গ্রুপ:
মেইনটেন্যান্স প্রকৌশলী পদে ৪
এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর ৩
হিসাবরক্ষক ৫
নিরাপত্তা অধিক্ষক (নারী) ১
নিরাপত্তা অধিক্ষক (নারী) ৯
চেইনম্যান ১
মোটর পরিবহন ক্লিনার ৩ জন নেওয়া হবে।

গ্রুপ:
সহকারী পরিচালক পদে ৫ জন
অর্থনীতিবিদ ১ জন
ফায়ার অফিসার ২ জন
নিরাপত্তা অপারেটর ৪০ জন
কনভেয়ার বেল্ট অপারেটর ২৪ জন
লাউঞ্জ রুম পরিচালক ২৯ জন নেওয়া হবে।

গ্রুপ :
এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার পদে ২ জন
এয়ারক্রাফট মার্শালার ৪ জন
সহকারী শরীরচর্চা প্রশিক্ষক ২ জন
ফোরম্যান (সিভিল) ১ জন
ড্রাফটসম্যান ৮ জন
বিদ্যুৎ কারিগর ৪ জন
অটো ইলেকট্রিশিয়ান ২ জন
সশস্ত্র নিরাপত্তা প্রহরী ৪১ জন
নিরাপত্তা প্রহরী ৪৬ জন নেওয়া হবে।

গ্রুপ :
হিসাব সহকারী পদে ১৩ জন
ডেটা এন্ট্রি অপারেটর ৩ জন
সহকারী ড্রাফটসম্যান ৪ জন
সহকারী রেডিও টেকনিশিয়ান ৪ জন
ফিটার মেকানিক ১ জন
ইঞ্জিনচালক ২৭ জন, রংমিস্ত্রি ১ জন
সহকারী রাজমিস্ত্রি ১ জন
মালি ৪ জন ও রেডিও ক্লিনার ৭ জন নেওয়া হবে।

গ্রুপ :
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬৯ জন
সার্ভেয়ার ১ জন
স্টোরম্যান ৪ জন
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ১ জন
এয়ারপোর্ট ফায়ার অপারেটর ৮৫ জন
মোটর পরিবহন ফিটার ড্রাইভার ৪ জন
জুনিয়র নিরাপত্তা অপারেটর ৭ জন
পাম্পচালক ও পাম্পমিস্ত্রি ২ জন
ট্রলিম্যান ৩৫ জন ও সহকারী বাবুর্চি ১ জন নেওয়া হবে।

গ্রুপ :
টেলিফোন অপারেটর পদে ৫ জন
ড্রাইভার ৩৬ জন
বার্ড শুটার ৪ জন
তার কারিগর ৭ জন
ডেন্টার ১ জন
মাস্টলস্কর ২ জন
হেলপার ৮ জন নেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://caab.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ২ এপ্রিল থেকে আবেদন শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল, ২০২৩ পর্যন্ত। পদগুলোতে আবেদনের যোগ্যতা ও শর্তাবলী জানতে ক্লিক করুন এখানে।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।