বুধবার, ০১ মে ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ওসমানি ও শাহজালালে ২৮ কেজি সোনাসহ ৪ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজি ৬৮৪ গ্রাম ওজনের ৪৯টি সোনার বারসহ মো. ফজলে রাব্বী নামে এক যাত্রীকে আটক করেছে  শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার  সকালে এসব স্বর্ণ আটক করা হয়। বর্তমান বাজার মূল্য ৪ কোটি ৪১ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা জানায়, দুবাই থেকে ভোরে উড়োজাহাজে করে শাহজালাল বিমানবন্দরে আসেন রাব্বী। পরে  তাকে সন্দেহজনক মনে হলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তার ফ্লাইটের আসন নং ৩২ এফ ও ৩১ এফ এর নিচে রক্ষিত লাইফ ভেস্টের মধ্য থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি বান্ডেল থেকে ৪৮ পিস সোনার বার পাওয়া যায় এবং যাত্রীর কাছ থেকে আরও একটি সোনার বার পাওয়া যায়। এ দিকে সিলেট ওসমানি বিমানবন্দর থেকে ২৩ কেজি সোনার বার জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থা।এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।