শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিএএবি : চেয়ারম্যানের চাকরি ৬ মাসের এক্সটেনশন: সময় দেয়া হয়েছে প্রধান প্রকৌশীকে : প্রধান প্রকৌশলী শূন্য চেয়ার, কাজে স্থবিরতা, থমকে আছে সব বিমানবন্দরের উন্নয়ন কাজ

স্টাফ রিপোর্টার : সিভিল এভিয়েশনে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যানের চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করে ইতিমধ্যেই প্রঙাপন জারি করা হয়েছে। প্রধান প্রকৌশলীকে দ্বিতীয় মেয়াদে চাকরির মেয়াদ আরো কমপক্ষে ৬মাস/ ১ বছরের জন্য নবায়নের জন্য সময় দেয়া হয়েছে। সদ্য সাবেক প্রধান প্রকৌশলী তার চাকরির মেয়াদ দ্বিতীয়বার আবারও বৃদ্ধির জন্য জোরালো তদবির করছেন। খবর সংশ্লিষ্ট সূত্রের।
সূত্রমতে, চেয়ারম্যানের চাকরির মেয়াদ দ্বিতীয় দফায় ৬ মাস এক্সটেনশন করারর পর তিনি আবার তার স্ববাহিনীতে ফিরে যাবেন।
এ দিকে এয়ার চীফও ৬ মাস পর অবসরে যাবেন। ৬ মাস পর সিএএবি থেকে ফেরার পর বর্তমান চেয়ারম্যান কি এয়ার চীফ হতে পারেন -– এমন খবরও শোনা যায়।
এ দিকে সিএএবিতে প্রধান প্রকৌশলীর পদ খালি থাকায় ঠিকাদারি কাজে স্থবিরতা নেমে এসেছে, সব বিমানবন্দরের উন্নয়ন কাজ মুখথুবড়ে পড়ে আছে। সিনিয়র প্রকৌশলী থাকা সত্বেও কাউকে প্রধান প্রকৌশলীর কাজ চালিয়ে নেবার দায়িত্বও দেয়া হয়নি। ফলে সব ঠিকাদারি কাজের ফাইল আটকে আছে। কবে ফাইল রানিং হবে –এ নিয়ে গুনজন চলছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।