শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা কাস্টমস হাউজ : কুরিয়ারে সিন্ডিকেড সিন্ডকেড ব্যবসা চলছে, মামা- ভাগিনা ,ছোট বাশার, উজ্জল, আলমের নাম শীর্ষে: কোটি কোটি টাকার রাজস্ব ফাকি: মাসিক চুক্তিতে লাইসেন্স ভাড়া নিয়ে এ সব অপকর্ম করছে: বিল অব এন্ট্রি তদন্ত প্রয়োজন, পিসিআই শাখা- রিক্স ম্যানেজমেন্ট শাখা চুপচাপ!

স্টাফ রিপোর্টার : ঢাকা কাস্টমস হাউজে কুরিয়ার শুল্কায়নে সিন্ডিকেড সিন্ডিকেড পণ্য পাচার ব্যবসা চলছে। ১৭ সিন্ডিকেডের নেতৃত্বে মামা রাইদুল। ভাগিনাও কম যান না। আরো আছে উজ্জল , ছোট বাশার ,আলমসহ অনেকে। এ নিয়ে অভিযোগ কমিশনার বরাবর করা হয়েছে। কিন্ত তা আমলে নেয়া হচ্ছে না। এই সিন্ডিকেড ব্যবসায়ীরা প্রত্যেকে লাখ লাখ টাকা অপরাপধের জন্য জরিমানা গুনেছে, এ জন্য একজন এডিসিকে ঢাকা কাস্টমস হাউজ ছাড়তে হয়েছে। ১৭ সিন্ডিকেডের কিছু হয়নি, তারা বহাল। মিথ্যা ঘোষনা, ওজন কারচুপি, পণ্য রদ করে গেট কন্ট্রাক্টে কোটি কোটি টাকার পন্য পাচার হয়ে যাচ্ছে। মাসিক চুক্তি লাইসেন্স ভাড়া নিয়ে ১৭ সিন্ডিকেড এ সব অপকর্ম করছে। গোয়েন্দা সংস্থা মাঝেমধ্যে অভিযান চালালেও পরবর্তীতে যে লাউ সেই কদু। এসি/ডিসি যায়, এসটি আসে-যায় কিন্ত অবস্থার কোন পরিবর্তন হয় না। এখানে ৩০ কোটি টাকার পণ্য ছিনতাইয়ের অভিযোগে মামলা হলেও তা ধামাচাপা পড়েছে।সেই শ্যামলের ভাই প্রিন্স এখনও বহাল। ১৭ সিন্ডিকেড সদস্য সবাই কোটিপতি। এ ব্যাপারে পিসিআই শাখা, রিক্স ম্যানেজমেন্ট শাখা কোন উদ্যোগ নেয় না। সবাই যার যার ধান্দায় ব্যস্ত। এখানে ঘুষ দিলেই পেপার গ্রীণ হয়ে যায়। এখানে একদিনে শত শত বিল অব এন্ট্রির পণ্য খালাস হয়ে যায়। এর হোতা একজন নব্য নেতা।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।