বুধবার, ০১ মে ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
‘রোহিঙ্গা সংকটে সহায়তা দিতে প্রস্তুত এডিবি’

একুশে বার্তা প্রতিবেদন : বাংলাদেশ যদি চায় তবে রোহিঙ্গা সংকটে সহায়তা দিতে এডিবি প্রস্তুত বলে জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) আগারগাঁও এডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট ও মানবিক সহায়তা ভালোভাবে মোকাবেলা করছে । আগস্ট ২০১৭ থেকে বর্তমান সময় পর্যন্ত মিয়ানমার সীমান্ত দিয়ে ৬ লাখ ৮৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

এডিবি সভাপতি বলেন, এডিবি এদেশের অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করে আসছে, বিশেষ ক রে, বিদ্যুৎ, পরিবহন ও নগরউন্নয়ন খাতে। তবে বিনিয়োগের ভালো পরিবেশ তৈরি করতে হবে। যাতে করে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হয়।

তিনি আরও বলেন, এডিবি বাংলাদেশে প্রাথমিক, মাধ্যমিক পর্যায় থেকে ভোকেশনাল ও টেকনিক্যাল শিক্ষায় বিনিয়োগ করে যাবে। যাতে করে অধিক পরিমাণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তবে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় নারীরা অগ্রাধিকার পাবেন।

নাকাও আরো বলেন, এডিবি দক্ষিণ এশীয় ইকোনমিক করিডরে নির্মাণে বাংলাদেশকে সহায়তা করবে।

এসময় উপস্থিত ছিলেন এডিবি’র মহাপরিচালক(দক্ষিণ এশীয়) হুন কিম, এডিবি সভাপতির প্রধান উপদেষ্টা ইয়োচিরো ইকিদা, বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ প্রমুখ।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।